নগরীর ৪১ ওয়ার্ডে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের মাঝে টিসিবির ন্যায্যমূল্যের পণ্যবিক্রি শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। ৪১ ওয়ার্ডে এখনো পর্যন্ত টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পেয়েছে মাত্র ৪২ হাজার পরিবার। এই ৪২ হাজার স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবার টিসিবির ডিলারদের কাছ থেকে পণ্য পাবেন। অন্যদিকে নগরীতে টিসিবির ট্রাকসেল (সবার জন্য উন্মুক্ত) শুরু হয়েছে গত ১০ আগস্ট থেকে। এবার নগরীতে ট্রাকসেলে ট্রাকের সংখ্যা বাড়ানো হয়েছে। নগরীর ২৫টি পয়েন্টে প্রতিদিন ট্রাকসেলে সর্বসাধারণের জন্য টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে বলে জানান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর চট্টগ্রাম অফিস প্রধান শফিকুল ইসলাম।
টিসিবি চট্টগ্রাম অফিস সূত্রে জানা গেছে, একজন স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ডিলারের কাছ থেকে কার্ড প্রদর্শন করে প্রতি কেজি ৩০ টাকা দামে ৫ কেজি চাল, প্রতি লিটার ১০০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, প্রতি কেজি ৬০ টাকা দামে ২ কেজি মসুর ডাল ও ৭০ টাকা দামে ১ কেজি চিনি নিতে পারবেন। এই চারটি প্যাকেজের মূল্য ৫৪০ টাকা। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর চট্টগ্রাম অফিস প্রধান শফিকুল ইসলাম আজাদীকে বলেন, আগামী সোমবার থেকে নগরীর ৪১ ওয়ার্ডে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পণ্য বিক্রি শুরু হবে। ১০০ জন ডিলার ৪১ ওয়ার্ডে টিসিবির পণ্য বিতরণ করবেন। এখনো পর্যন্ত সব কার্ড অ্যাক্টিভ হয়নি। নগরীতে এখনো পর্যন্ত টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পেয়েছেন মাত্র ৪২ হাজার পরিবার। চট্টগ্রাম মহানগরীর জন্য টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের বরাদ্দ রয়েছে ৩ লাখ ৯৬৩টি। চট্টগ্রামের ১৫ উপজেলার জন্য বরাদ্দ রয়েছে ২ লাখ ৩৫ হাজার। কার্ডপ্রার্থীদের তালিকা দিতে দেরি হওয়ার কারণে ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ তৈরিতে দেরি হচ্ছে বলে জানান তিনি।