পটিয়ার শোভনদন্ডী ডিগ্রি কলেজ ও শোভনদন্ডী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে একাডেমিক মানোন্নয়নে মতবিনিময় সভা গত বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা স্মার্ট প্রজন্ম তৈরিতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে বলে অভিমত ব্যক্ত করেন।
কলেজ অধ্যক্ষ মো. হামিদ হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মো. দিদারুল হক চৌধুরী। বক্তব্য রাখেন শিক্ষা উপকমিটির সদস্য মো. আইয়ুব আলী, অধ্যাপক বিধান চক্রবর্তী, এ জেড এম আহসান উল্লাহ, রফিক উদ্দিন, মোশাররফ হোসেন ফারুকী, বেলাল উদ্দিন, ফারজানা করিম, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ওসমান গণি, প্রদীপ চক্রবর্তী, বরুণ কুমার দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।