বোয়ালখালী পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট দেশ বিনির্মাণে ‘গ্রাম হবে শহর’ প্রতিপাদ্য বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। আমরা দায়িত্ব নেয়ার পর থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন কাজ চলমান রয়েছে। সংস্কার কাজ শেষ হলে মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।
গত সোমবার পৌরসভার ৬নং ওয়ার্ডের আলী আহমদ কমিশনার সড়কের ১৯ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে (সম্পূর্ণ সড়ক) সংস্কার কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এছাড়াও ৬ ও ৭নং ওয়ার্ডের (৭৫ লক্ষ টাকা ব্যয়ে) আল মদিনা জামে মসজিদ সড়ক, ২ লক্ষ টাকা ব্যয়ে ৬নং ওয়ার্ডের ছমদ আলি বাড়ি সড়ক, পূর্ব কালুরঘাট ভান্ডালজুড়ি সড়কে নালা স্থাপন কাজ শুরু করা হয়। অপরদিকে পৌরসভার ২নং ওয়ার্ডের ইন্না আমিন মসজিদ সংলগ্ন পাঠান পাড়া সড়ক, হাজি জালাল আহমদ সড়ক ও স্থানীয় খাল সংস্কার কার লক্ষে পরিদর্শন করেন। এছাড়াও পরিবেশ দূষণরোধে খোলা জায়গায় ময়লা আবর্জনা না ফেলতে সচেতনতামূলক মাইকিং করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র তারেকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, কাউন্সিল সিরাজুল হক, হাজি নাছের আলী, মহিলা কাউন্সিলর রেবেকা সুলতানা মনি, জোবাইদা বেগম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন, কামরুজ্জামান প্রমুখ।