স্মার্ট দেশ বিনির্মাণে প্রকৌশলীরা মুখ্য ভূমিকা রাখবে : পেয়ারুল

| সোমবার , ১৫ জুলাই, ২০২৪ at ৮:৫২ পূর্বাহ্ণ

ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপনায় অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও প্রকৌশলীদের সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। প্রধান অতিথি বলেন, প্রকৌশলীদের নিরলস পরিশ্রমের ফলেই ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান। সরকার সবসময়ই প্রকৌশলীদের পাশে রয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত, আধুনিক ও স্মার্ট দেশ বিনির্মাণে প্রকৌশলীরা মুখ্য ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

সংগঠনের সভাপতি প্রকৌশলী এম এ রশীদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকিডনি রোগী কল্যাণ সংস্থার প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান