সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সরকারের ঘোষণা স্মার্ট দেশ বিনির্মাণের পূর্বশর্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। তাছাড়া গ্রামকে শহরের আদলে গড়ে তুলতে হলে সড়ক উন্নয়নের বিকল্প নেই। তাই সরকার গ্রামীণ সড়ক, রাস্তা ঘাট উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়ক ও রাস্তা দিয়ে বর্তমানে যে কোন গাড়ি সহজে যাতায়াত করতে পারে। যারা এলাকার উন্নয়ন হয়নি বলছে তাদের সাথে গ্রামের কোন সম্পর্ক নেই। তিনি গত শনিবার ফরহাদাবাদ ইউনিয়নের বাদশাহী সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মসিউজ্জামান, অবসর প্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. শফিউল আলম, মঞ্জুরুল আলম চৌধুরী, সাইফুল আলম,সৈয়দ মনজুরুল আলম,অ্যাডভোকেট নূরুল আলম,দেলোয়ার হোসেন মিন্টু প্রমুখ।