স্মার্ট দেশ গড়তে সরকার আন্তরিকভাবে কাজ করছে

হাটহাজারীতে ভূমি সেবা সপ্তাহের সমাপনীতে ইউএনও

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৬ জুন, ২০২৪ at ১০:১৬ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান বলেছেন, প্রধান মন্ত্রীর ঘোষনা স্মার্ট দেশ বাস্তবায়নের জন্য ভূমি সেবাকে সহজ করতে সরকার আন্তরিক ভাবে কাজ করছে। গ্রামের লোকজন যাতে ভূমি অফিসে গিয়ে কোন রকম হয়রানির শিকার না হয় সেজন্য সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। তিনি সমপ্রতি ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ভূমি সেবার বিষয় তৃণমূল মানুষকে সচেতন করতে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সরকার এই সেবা সপ্তাহের আয়োজন করে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার

( ভূমি) মেহরাজ শাবরিন। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, প্রকৌশলী জয়শ্রী দে, ব্যাংকার যাদব চন্দ্র দাশ। অমিত সেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রমিজ উদ্দিন। এ উপলক্ষে শিক্ষার্থীদের কুইস প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’এই প্রতিপাদ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভূমিসেবা সপ্তাহ গত শুক্রবার শেষ হয়েছে। এই উপলক্ষে ভূমি অফিসের পক্ষ থেকে নানা কর্মসূচি পালিত হয়েছে এবং সেবাপ্রার্থীদের দেয়া হয়েছে বিশেষ সেবা। এদিকে এই উপলক্ষে মতবিনিময় সভা গত সোমবার (১০ জুন) সকালে উপজেলা ভূমি কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব।

বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো চন্দ্র লাল চাকমা, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা উত্তম কুমার দত্ত প্রমুখ। শেষে সেবা সপ্তাহ উপলক্ষে সেবাপ্রার্থীদের মাঝে ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক বই বিতরণ করা হয়। উল্লেখ্য ৮ জুন ভূমিসেবা সপ্তাহ শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র চট্টগ্রাম বিভাগের সভ
পরবর্তী নিবন্ধওমরগণি এমইএস কলেজে স্মরণ সভা