পটিয়ার নবনির্বাচিত সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, স্মার্ট দেশ গড়তে শুধু স্কুল নয়, প্রতিটি ক্ষেত্রে সুন্দর পরিবেশ গড়তে হবে। বিশ্বের বুকে এত রক্ত দিয়ে আর কোন দেশ স্বাধীনতা অর্জন করেনি। সে দেশের প্রতি ভালবাসা দেখাতে হবে। গতকাল শনিবার কুসুমপুরা স্কুল এন্ড কলেজের উদ্যোগে পিঠা উৎসব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান প্রধান অতিথি ও সংবর্ধেয় অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ এমরানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক রুপন কান্তি বড়ুয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, অধ্যাপক হারুনুর রশিদ, নাছির উদ্দিন, চেয়ারম্যান জাকারিয়া ডালিম, আবু সুফিয়ান টিপু, কাজী মো. মোরশেদ, অ্যাড. এম হোসাইন রানা।
বক্তব্য রাখেন জসীম উদ্দিন, মোহাম্মদ জাবের, মোহাম্মদ হোছাইন, সহকারী প্রধান শিক্ষক জাহেদা আকতার, রূপন কান্তি বড়ুয়া, নজরুল ইসলাম, হাজী কামাল, মাঈনুদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম, কালু সওদাগর, হাজী মো. কামাল, এহসানুল হক, মহিউদ্দিন সুমন, মোহাম্মদ ইছহাক, হাফেজ মোহাম্মদ আইয়ুব, জানে আলম, ইফতেখার হোছাইন মামুন, মোহাম্মদ সাহেদ, মিজবাহ রহমান, খোরশেদ আলম মেম্বার, ফজলুল কাদের হিরো মেম্বার, হাফেজ আইয়ুব, মো. ইসহাক প্রমুখ। পরে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।