উপভোগ্য ফাইনালের মধ্য দিয়ে স্মার্ট গ্রুপ আয়োজিত প্রিমিয়ার লিগ সিজন–১ এর পর্দা নেমেছে। প্রথমবারের এ আসরে চ্যাম্পিয়ন হয়েছে এ্যাপারেল প্রমোটার্স লিঃ এবং রানার আপ স্মার্ট পলিমার ইন্ডাস্ট্রিজ লিঃ। গত বুধবার সন্ধ্যায় পিএইচপি অক্সিজেন স্পোর্টস জোনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় এ্যাপারেল প্রমোটার্স লিঃ ৪–১ গোলে স্মার্ট পলিমার ইন্ডাস্ট্রিজ লিঃকে পরাজিত করে। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হন এ্যাপারেল প্রমোটার্স লিঃ এর ফারদিন খান, সেরা গোলকিপার স্মার্ট পলিমার ইন্ডাস্ট্রিজ লিঃ এর মো. তৌহিদ এবং টুর্নামেন্ট সেরা স্কোরার স্মার্ট পলিমার ইন্ডাস্ট্রিজ লিঃ এর ওয়াহিদুর রহমান। সুদৃশ্য ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন দলকে এক লাখ এবং রানার আপকে ৫০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর পরিচালক তারেকুর রহমান। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মাঈনুল আহসান খান, স্মার্ট গ্রুপের পরিচালক (মার্কেটিং ও মার্চেন্ডাইজিং, গার্মেন্টস ডিভিশন) শহিদুল ইসলাম, স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক শফিকুর রহমান, বিএম এনার্জি (বিডি) লিঃ এর চিফ অপারেটিং অফিসার (সিওও) জাহাদুল হাসান ও সাফ গ্লোবাল এর পরিচালক আমজাদ হোসেন। লিগ আয়োজক কমিটির দায়িত্বে ছিলেন মো. শাকিব, এজিএম (মানব সম্পদ ও কমপ্লায়েন্স বিভাগ), স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, সাদ আল মান্নান, ব্যবস্থাপক (ফিন্যান্স), আলরাজি কেমিক্যাল কমপ্লেক্স লিঃ, আসিফ মাহমুদ,সিঃ এক্সিকিউটিভ (মানব সম্পদ),আল রাজি কেমিক্যাল কমপ্লেক্স লিঃ। উল্লেখ্য, গত ৫ জুলাই ৪টি দল নিয়ে স্মার্ট গ্রুপ প্রিমিয়ার লিগ সিজন–১ শুরু হয়।