স্মার্ট গ্রুপের পরিচালক মাওলানা মুফিজুর রহমানের ইন্তেকাল

| রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ৯:২২ পূর্বাহ্ণ

দৈনিক পূর্বদেশ এর প্রতিষ্ঠাতা আলহাজ মাস্টার নজির আহমদের দ্বিতীয় পুত্র এবং স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক মাওলানা মো. মুফিজুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। তার বয়স হয়েছিল ৬২ বছর। গতকাল শনিবার রাত ১১টায় উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার প্রাক্কালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, এক ছেলে, ৬ ভাই, ৩ বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আজ রবিবার বিকাল সাড়ে ৩টায় তার পিতার প্রতিষ্ঠিত মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জানাজা শেষে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধহালদার জীববৈচিত্র্য রক্ষার দায়িত্ব আমাদের সবার
পরবর্তী নিবন্ধবড়উঠানে নুরী মনোয়ারা ইসলামী ফাউন্ডেশনের কম্বল বিতরণ