রাঙামাটির কাপ্তাই উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারকে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের এ জেটিঘাট এলাকায় টিসিবি পণ্য বিক্রয় শেষে এ ঘটনা ঘটে।
এসময় স্থানীয় যুবক মো. সানজিদের (২২) অতর্কিত হামলায় আহত হন টিসিবি ডিলার মেসার্স কাঞ্চন চৌধুরীর স্বত্ত্বাধিকারী কাঞ্চন চৌধুরী। হামলায় কাঞ্চন চৌধুরী মাথায় জখম হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ও সোমবার কাপ্তাই ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রয়কালে কয়েকজন যুবক স্মার্ট কার্ড ব্যতিত টিসিবি পণ্য ক্রয় করতে চান। কিন্তু স্মার্ট কার্ড ব্যতিত পণ্য বিক্রয়ের সুযোগ না থাকায় পণ্য দেননি ডিলার কাঞ্চন চৌধুরী।
সোমবার দিনভর কাপ্তাই ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রয় শেষে বিকালে একটি চায়ের দোকানে চা পান করার সময় সানজিদ নামে স্থানীয় এক যুবক অতর্কিত এসে হামলা করে। এ ঘটনায় মাথা ফেটে রক্তাক্ত হন টিসিবি ডিলার কাঞ্চন চৌধুরী।
টিসিবি ডিলার কাঞ্চন চৌধুরী জানান, বিকেলে পণ্য বিক্রয় শেষে দোকানে বসে চা খাচ্ছিলাম। এমন সময় এক যুবক শেষে আমাকে অতর্কিত হামলা করে। হামলায় আমার মাথায় জখম লেগেছে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।
কাপ্তাই ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মুজিব জানান, বিকালে টিসিবি ডিলার কাঞ্চন চৌধুরীসহ আমরা কয়েকজন ইউপি সদস্য একটি চায়ের দোকানে বসেছিলাম। সেখানে স্থানীয় বাসিন্দা সানজিদ এসে অতর্কিত হামলা করে এবং কাঞ্চনকে মেরে রক্তাক্ত করে। আমরা তাৎক্ষণিক কাঞ্চনকে হামলা থেকে রক্ষা করি এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। হামলার ঘটনায় জড়িত সানজিদ কাপ্তাই ইউনিয়নের মো. সেলিমের ছেলে।
কাপ্তাই থানার ওসি মো. মাসুদ বলেন, হামলার ঘটনায় জড়িত যুবককে চিহ্নিত করা হয়েছে। সে মানবিক প্রতিবন্ধী বলে জেনেছি। আহত ব্যক্তি থানায় অভিযোগ দিলে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন বলেন, সোমবার বিকালে টিসিবি পণ্য বিক্রয় শেষে ইউপি সদস্যরা মিলে দোকানে চা পানের সময় স্থানীয় এক যুবক টিসিবি ডিলারকে অতর্কিত হামলা করে। এ ঘটনায় জড়িত যুবককে স্থানীয়রা সবাই চেনেন। হামলায় জড়িত যুবকের বয়স ১৮-২০ হবে এবং সে মাদকাসক্ত বলে জেনেছি। আমি ভুক্তভোগী ডিলারকে থানায় পাঠিয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।