স্মার্ট কার্ডে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন ডিসেম্বর থেকে

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২০ at ৬:১৪ পূর্বাহ্ণ

আগামী ডিসেম্বর থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। চট্টগ্রামে অন্তত দুই হাজারের অধিক লাইসেন্সের নবায়ন এবার স্মার্ট কার্ডের মাধ্যমে হবে বলে জানা গেছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম আজাদীকে বলেন, এই পর্যন্ত স্মার্ট কার্ডের আওতায় যাদের আনা সম্ভব হয়েছে তাদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবছর স্মার্ট কার্ডের মাধ্যমে নবায়ন করার উদ্যোগ নেয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত যারা স্মার্ট কার্ডের আওতায় আসেননি তাদেরও নবায়নের সুযোগ রাখা হয়েছে। এক্ষেত্রে ম্যান্যুয়ালি তাদের লাইসেন্স নবায়ন করা হবে।
জানা গেছে, বৈধ আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহারের পথ বন্ধের পাশাপাশি কাগজের লাইসেন্সের নানা জটিলতা নিরসনে লাইসেন্স ম্যানুয়াল থেকে সরে ডিজিটাল করার সর্বপ্রথম উদ্যোগ নেয় চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। ২০১৯ সালের মে মাস নাগাদ চট্টগ্রাম জেলা প্রশাসন স্মার্ট ফায়ারআর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম কার্যক্রমটি উদ্বোধন করেন। জেলা প্রশাসনের এই উদ্যোগ পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় সারাদেশে চালুর ব্যাপারে নির্দেশনা দেয়া হয়। এই নির্দেশনার আলোকে চট্টগ্রাম জেলা প্রশাসনের পাশাপাশি সারাদেশে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্সের আওতায় আনার একটি প্রকল্প বর্তমানে চলমান রয়েছে।
প্রতিবছর ডিসেম্বরে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নবায়ন বাধ্যতামূলক থাকায় এই বছর যেসব লাইসেন্সধারী স্মার্ট কার্ডের আওতায় এসেছেন তারা এবার অনলাইনে লাইসেন্স নবায়নের সুযোগ পাচ্ছেন। জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, চট্টগ্রামে সাড়ে তিন হাজারের মতো আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্মার্ট কার্ডের আওতায় আনার প্রক্রিয়া চলছে। ফায়ারআর্মস লাইসেন্স স্মার্ট কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম নামে সরকারের গৃহীত প্রকল্পটি চট্টগ্রামসহ সারাদেশে বাস্তবায়ন করছে আইটি প্রতিষ্ঠান ‘স্পেকট্রাম আইটি সল্যুশন লিমিটেড’।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ মামুন আজাদীকে বলেন, স্মার্ট কার্ডের জন্য যারাই নিবন্ধন করেছেন তাদের সবারই স্মার্ট কার্ড তৈরির পর দ্রুত বিতরণও করা হচ্ছে। এই পর্যন্ত ১৭শ’ স্মার্ট কার্ড তৈরির পর তা লাইসেন্সধারীদের মাঝে বিতরণও শেষ পর্যায়ে রয়েছে। আরও ৩শ’ স্মার্ট কার্ড তৈরির কাজ চলছে। এগুলোও নবায়নের সময়সীমার আগেই লাইসেন্সধারীদের মাঝে সরবরাহ করা যাবে।
আব্দুল্লাহ মামুন বলেছেন, স্মার্ট কার্ডের মাধ্যমে অনলাইনে নবায়ন ফি জমা দেয়াসহ লাইসেন্স পুনঃনবায়ন প্রক্রিয়া এখন থেকে ঘরে বসেই করা যাবে বলে জানান ‘স্পেকট্রাম আইটি সল্যুশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এজন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।
প্রতিষ্ঠানটির তথ্য মতে, এপর্যন্ত ৮০ শতাংশ লাইসেন্সধারীকে স্মার্ট কার্ডের আওতায় আনা সম্ভব হয়েছে। কিছু সংখ্যক ভিআইপিসহ অনেকেই এখনো স্মার্ট কার্ডের বাহিরে। এবছর চট্টগ্রামসহ আটটি জেলায় আগ্নেয়াস্ত্রের নবায়ন অনলাইনে স্মার্ট কার্ডের মাধ্যমে করা হচ্ছে।
জানা গেছে, ১৮ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত অত্যাধুনিক প্রযুক্তির ডুয়েল ইন্টারফেস কন্টাকলেস স্মার্ট কার্ড লাইসেন্সটি ওয়ান স্টপ সার্ভিস হিসেবে ব্যবহৃত হবে। এতে লাইসেন্স গ্রহীতার প্রকৃত পরিচয় নিশ্চিত করতে আঙ্গুলের ছাপ, আইরিশ, ডিজিটাল স্বাক্ষর, লাইভ ছবি সংগ্রহ, রক্ষণাবেক্ষণ ও যাচাই ব্যবস্থাসহ আরও বিভিন্ন সুবিধা রয়েছে। লাইসেন্স এর সঠিকতা যাচাইয়ে একটি মোবাইল অ্যাপ্লিকেশনও খোলা হয়েছে। এছাড়া একই স্মার্ট কার্ডের মাধ্যমে আরও ১৩ ধরনের লাইসেন্স অন্তর্ভুক্তি করার সুযোগ রয়েছে।
সূত্র মতে, বিভিন্ন সময় কাগজের লাইসেন্স পদ্ধটির সুবিধা নিয়ে কিছু সংখ্যক অসাধু কর্মচারী ও দালাল ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর নকল করে আগ্নেয়াস্ত্র লাইসেন্স তৈরি করে দেয়ার বিষয়টি বিভিন্ন সময় অভিযোগ উঠে। ২০১৭ সালে রংপুরে এই ধরনের একটি বড় জালিয়াতির বিষয় ধরা পড়েছিল। চট্টগ্রাম জেলা প্রশাসনেও অনেক লাইসেন্স রয়েছে যেগুলো বছরের পর বছর ধরে নবায়ন হয়নি। কিছু লাইসেন্স রয়েছে যেগুলোর অস্তিত্ব খুঁেজ পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটি
পরবর্তী নিবন্ধমৃত স্বজনদের জন্য প্রার্থনা