স্মার্ট-উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে শুরু হোক নতুন বছর

নাজমুল হাসান চৌধুরী হেলাল | শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ৫:৪৭ পূর্বাহ্ণ

কুয়াশায় আচ্ছন্ন দিগন্তে লালিমা ছড়াতে ছড়াতে সূর্য অস্তাচলে যাওয়ার মধ্য দিয়ে বিদায় নিলো একটি বছর। খ্রিস্টীয় ২০২৪ সাল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সোমবার মধ্যরাতে বিশ্বের অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের মানুষও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন আশায় বরণ করে নিয়েছে ২০২৫ সালকে।

স্বাগতম ইংরেজি নববর্ষ ২০২৫। আগামীর দিনগুলোতে অনিশ্চয়তা কেটে গিয়ে শুভময়তা ছড়িয়ে যাবে পৃথিবীময়, এ আশায় বুক বাঁধছে মানুষ। রাতের অন্ধকার শেষে পুব আকাশে লাল সূর্যের উদয়ে দূর হোক সব গ্লানি আর জরা। নতুন ভোর নিয়ে আসুক সুসংবাদ, যুদ্ধ থেকে মুক্তি পাক বিশ্ববাসী। বিশ্বে ছড়িয়ে পড়ুক শান্ত্তি। এই প্রত্যাশায় সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

রাজনৈতিক যোগবিয়োগ, ধর্মীয় সম্প্রীতিসহিংসতা, আন্তর্জাতিক শুভমন্দ ঘটনার প্রেক্ষাপটে হোঁচট খেলেও আবারও উঠে দাঁড়িয়েছে বাংলাদেশ। বিপদসঙ্কুল পথেই দীপ্ত পায়ে হেঁটেছে। বিদায়ী বছরের পূর্ব মুহূর্তে চলে সালতামামির আয়োজন।

বিদায়ী বছরের শেষমাসে হিসেবনিকেশ চুলচেরা বিশ্লেষণ চলে মাসজুড়ে। যা কিছু ঘটেছে, তা আমাদের চোখের সামনেই। চোখ বুজলেই তা দেখতে পাই। তবুও স্মরণ করিয়ে দেওয়া, একটু আলোড়িত করা। কবির ভাষায়, রূপ রস ও গন্ধময়/পৃথিবী হতে বিদায় লয়/পুরাতন বর্ষ শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধকিশোর গ্যাং ও সামাজিক অস্থিরতা রোধ করা হোক
পরবর্তী নিবন্ধমাননীয় প্রধান উপদেষ্টা : চট্টগ্রামবাসী আপনাকে দেখার জন্য উন্মুখ