ফাগুনের এক নরম ভোরে
বাঙালির রক্তস্রোতে,
রফিক, সালাম জীবন দিলেন
রাষ্ট্রভাষা পেতে।
তাঁদের এই আত্মত্যাগ
রাঙালো সবুজ ঘাস,
বাঙালিরা উঠলো ফুঁসে
বাহান্ন’র ফাগুন মাস।
বলবো কথা বাংলাতে যে
উর্দুকে কে মানে?
ভাষার জন্যে জীবন দিতে
বাঙালিরাই জানে।
ভাষার জন্য প্রাণ দিলো যাঁরা
তারা আজ বরণীয়,
সারাবিশ্বের সম্মান পেলো
শহীদ দিবস স্মরণীয়।