স্বৈরাচার হটিয়ে বাংলাদেশ তার পথ ফিরে পেয়েছে

সিলেটে জামায়াত আমির

| শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ৮:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পতিত স্বৈরাচারের দীর্ঘদিনের অন্যায়, অনাচার ও জুলুমের বিরুদ্ধে গড়ে ওঠা বিপ্লব এবং ৫ আগস্ট স্বৈরাচারকে হটিয়ে দেশের মানুষ এখন শান্তি ও স্বস্তিতে শ্বাস নিতে পারছে।

তিনি বলেন, পতিত স্বৈরাচার ও তাদের দোসররা এখনো থেমে নেই। তারা একের পর এক ষড়যন্ত্র করলেও মহান আল্লাহ তায়ালা স্বৈরাচার ও তাদের দোসরদের সব পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছেন। গতকাল শুক্রবার সকালে সিলেট জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।

জামায়াত আমির বলেন, বৈষম্যহীন, দুর্নীতি মুক্ত, মানবিক বাংলাদেশ গঠনে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। আমরা ছাত্রজনতার স্বপ্নের সাম্যের বাংলাদেশ গড়তে চাই। দেশবাসী দীর্ঘ দিন বহু ত্যাগ স্বীকার করেছেন। এখন সবাইকে সকল বৈষম্য, অন্যায়, অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা আমিনুল হক ফরহাদাবাদীর (ক) ৮০ তম বার্ষিক ওরশ
পরবর্তী নিবন্ধআহলা দরবারে ওরশ আজ