৮০’র দশকের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও চট্টগ্রামের নেতৃবৃন্দ বলেছেন, ৮৩’র মধ্য ফেব্রুয়ারি ছাত্র আন্দোলন পরবর্তীতে গণআন্দোলনে রূপান্তরিত হয়ে স্বৈরাচার উৎখাত হয়েছে। ছাত্রদের ১০ দফা ও তিন জোটের রূপরেখা সম্পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় দেশে সবসময় গণতন্ত্রের সংকট অব্যাহত রয়েছে। নেতৃবৃন্দ বলেন, এরশাদ সরকারের গণবিরোধী শিক্ষানীতি বাতিলের দাবিতে ৮৩’ র ১৪ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র সমাজের মিছিলে পুলিশের গুলিতে অন্তত ১০ ছাত্র প্রাণ হারায়। পরদিন ১৫ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র হত্যার প্রতিবাদে চট্টগ্রাম শহীদ মিনারে মিছিল ও সমাবেশে গুলি চালিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোজাম্মেলকে হত্যা করা হয়। ছাত্র গণআন্দোলনে শহীদদের রক্তের উত্তরাধিকার হিসেবে ১৯৮৩ সালের ১৪ ও ১৫ ফেব্রুয়ারি সামরিক স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ৮০’র দশকে (১৯৮২- ১৯৯০) স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল ও কলেজের শহীদ মিনারে গতকাল মঙ্গলবার সকালে পুস্পমাল্য অর্পণ করেন। পুস্পমাল্য প্রদান শেষে অধ্যাপক অশোক সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খোরশেদ আলম সুজন, মোহাম্মদ গিয়াসুদ্দিন, অধ্যাপক আবু তাহের চৌধুরী, অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, বেলায়েত হোসেন, মশিউর রহমান, অধ্যাপক শিব প্রসাদ প্রমুখ। সভায় বক্তারা মুক্তিযুদ্ধ ও মধ্য ফেব্রুয়ারি ছাত্র আন্দোলনের অঙ্গীকার, ১০ দফা বাস্তবায়ন, গণমুখী, সর্বজনীন ও অভিন্ন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, বিশ্ববিদ্যালয়সহ সকল ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে শহীদদের স্বপ্ন পূরণের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












