স্বৈরশাসনবিরোধী আন্দোলনসহ চট্টগ্রামের প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে কমরেড কাজী শাহজাহানের ভূমিকা ছিল অনবদ্য। বাসদ নেতা কমরেড কাজী শাহজাহানের ১৬তম মৃতুবার্ষিকী উপলক্ষ্যে প্রাক্তন জাসদ ফোরামের উদ্যোগে গতকাল সোমবার নগরীর কাজীর দেউড়িস্থ কোয়ান্টাম ফাউন্ডেশন মিলনায়তনে স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
সোলায়মান খানের সভাপতিত্বে ও মশিউর রহমানের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, ডা. আবু ইউসুফ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহ আলম ভুঁইয়া, জাসদ নেতা ভানু রঞ্জন চক্রবর্তী, নুরুল আরশাদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুল করিম কাজল, হাসান মারুফ রুমী, সফিউদ্দিন কবির আবিদ, মহিনউদ্দিন, মরহুমের পরিবারের পক্ষ হতে পুত্র কাজী আবু হাররার রোমেল, কন্যা কাজী তাবাসসুম মিতু প্রমুখ। স্মরণসভার আগে প্রাক্তন জাসদ ফোরাম নেতৃবৃন্দ কাজী শাহজাহানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রেস বিজ্ঞপ্তি।











