স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ আগস্ট, ২০২৫ at ৮:৪৩ পূর্বাহ্ণ

স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই বলে দাবি করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। এসময় বিএনপিকে ঘিরেও নানামুখী ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি বলেন, যারা ধর্মের নামে বেহেস্তের টিকিট বিক্রি করছেন তারাই এসব ষড়যন্ত্রে জড়িত। তাদের মুখে এক, অন্তরে আরেক। তারা সংস্কারের কথা বলছে ৫ আগস্টের পর থেকে। তারা বলছেবিএনপি শুধু নির্বাচন চায়, সংস্কার চায় না। অথচ ২০২৩ সালে বিএনপিই সর্বপ্রথম সংস্কারের প্রস্তাব দিয়েছে। বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল।

তিনি গতকাল রোববার বিকালে নগরের মুরাদপুর এলজিইডি ভবন অডিটোরিয়ামে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না, অবৈধভাবেও ক্ষমতা দখল করতে চায় না। জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি ক্ষমতায় যেতে চায়। আর যারা সংস্কার সংস্কার বলছে, তারা আজ পর্যন্ত একটি সংস্কার প্রস্তাবনাও দিতে পারেনি। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিকুল ইসলাম, এস এম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক মাঈনউদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, জহিরুল হক টুটুল, এম. আবু বক্কর রাজু, রাজীম উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল, রিফাত হোসেন শাকিল, দিদার হোসেন, হারুনুর রশিদ, গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, মো. আলমগীর, আব্দুল আহাদ রিপন, কামরুল হাসান, এন মোহাম্মদ রিমন, আরিফুর রহমান চৌধুরী, মো. ইফতেখার উদ্দিন নিবলু ও তাজুল ইসলাম নয়ন।

পূর্ববর্তী নিবন্ধচবিতে নতুন সংগঠন ‘বিপ্লবী ছাত্র ঐক্য’র আত্মপ্রকাশ
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস