চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনাসহ যাঁরা ছাত্র জনতার বুকের তাজা রক্ত ঝরিয়েছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকারীরা যেখানেই থাকুকনা কেন অতি দ্রুত তাঁদের আইনের আওতায় আনতে হবে।
শনিবার ৩১ আগস্ট রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের ৭/৮/৯ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে দোয়া মাহফিঅ
লে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, ছাত্রদের যৌক্তিক দাবী মেনে না নিয়ে খুনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কোমলমতি ছাত্রদের উপর আনসার, পুলিশ ও বিজিবির মাধ্যমে গুলি চালিয়ে হত্যা করেছে।
চরম্বা ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ আলম মেম্বার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ১নং সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল হাসেম, এ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান, চরম্বা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মমতাজুর রহমান, উপজেলা যুবদল নেতা তাজউদ্দীন, মোর্শেদুল আলম, নাসির উদ্দীন, গিয়াস উদ্দিন, শহীদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মহিউদ্দিন।
উপজেলা ছাত্রদল নেতা শহীদুল ইসলাম শহীদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা কায়েস উদ্দিন, উপজেলা শ্রমিক দল নেতা এস এস দেলোয়ার, আমিরাবাদ ইউনিয়ন যুবদল নেতা জসিম রানা, চরম্বা ইউনিয়ন বিএনপি নেতা ইসলাম মাস্টার, মুন্না, আসহাব উদ্দিন, সরোয়ার, আবদুর রহিম, আব্বাস প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।












