বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে গতকাল চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও কর্মশালার আয়োজন করা হয়।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল : চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে গতকাল বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়। হাসপাতালের নার্সিং গ্যালারিতে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন লায়ন জেলা গভর্নর রফিক আহমেদ। বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. হারুন ইউসুফ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া, প্রফেসর ডা. মো. বাবুল ওসমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. সুপর্না দে। এ উপলক্ষে র্যালি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হয়। এছাড়া ২৩ বার স্বেচ্ছায় রক্তদানের জন্য হালিশহর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মো. মোশারফ হোসেন মামুনকে সম্মাননা ক্রেস্ট এবং ৫ জন রক্তদাতাকে সার্টিফিকেট প্রদান করা হয়। এ সময় অধ্যাপক ডা. তাহেরা বেগম, মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম, অধ্যাপক ডা. শেফাতুজ্জাহান, অধ্যাপক ডা. সামিরা তৌফিক রেশমা, স্মৃতি রানী ঘোষ, ঝিনু রানী দাশ, রনজু কনা পাল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা।
নিষ্ঠা ফাউন্ডেশন : বিশ্ব রক্ত দাতা দিবস উপলক্ষে নিষ্ঠা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ফাউন্ডেশনের ৬০ জন স্বেচ্ছাসেবকদেরকে প্রশিক্ষণ কর্মশালা মো. সালামত উল্ল্যার সভাপতিত্বে চকবাজারস্থ কনফারেন্স হলে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন প্রফেসর ডা. মো. ফরিদুল আলম। প্রধান অতিথি ছিলেন ডা. বিশ্বনাথ দাশ। প্রধান বক্তা ছিলেন প্রফেসর ডা. আবদুল মুত্তালিব। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. নূর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডা. বিদ্যুৎ কান্তি বিশ্বাস।
এপিক হেলথ কেয়ার ও যুব রেড ক্রিসেন্ট : গতকাল বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এপিক হেলথ কেয়ার ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যৌথ উদ্যোগে এপিকের কনফারেন্স রুমে ‘রক্তদান-জানা অজানা’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে। কর্মশালায় এপিক হেলথ কেয়ারের রক্ত রোগ বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ আব্দুল্লাহ আল আনিস বলেন, রক্তদান করব কিন্তু নিয়ম মেনে রক্ত দানের যথাযথ জ্ঞান থাকা চাই, অন্যথায় আসতে পারে মারাত্মক ঝুঁকি। এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান ইঞ্জি. এস এম লোকমান কবির বলেন, দেশের যে কোনো দুর্যোগে রেড ক্রিসেন্টের মত সংগঠন যেভাবে অবদান রেখেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কর্মশালা শেষে এপিক হেলথ কেয়ার সিওও ডা. এনামুল হক ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি আব্দুল জব্বার একটি স্বাস্থ্যসেবা চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের টি এম হান্নান, জহির রায়হান, সাইফুল ইসলাম প্রমুখ। চুক্তি সমন্বয়ক ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ইয়থ চিফ ইফতেখার ইমু। চুক্তির ফলে যুব রেড ক্রিসেন্ট এর সকল সদস্য ও তাদের পরিবারবর্গ এপির হেলথ কেয়ারে বিশেষ সুবিধা লাভ করবে।
হাটহাজারী সম্মিলিত রক্ত দাতা ফোরাম : বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও হাটহাজারী সম্মিলিত রক্ত দাতা ফোরাম এই দিবস পালন করে। স্বেচ্ছায় রক্তদানে সাধারণ জনগণকে উৎসাহিত করার জন্য সচেতনতা তৈরির লক্ষ্যে নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করেছে হাটহাজারী সম্মিলিত রক্তদাতা ফোরাম। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভার আয়োজন করা হয়। ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি চৌধুরীহাট গিয়ে শেষ হয়। সংগঠনের সভাপতি নুরুল আলম রুবেলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ তারেক হাসান শুভ, অভি, মুন্না, সাব্বির আলম, নাদিম, জাবেদ, আয়াছ, আরিফ, আরনাফ, জয়, রহমান, মোরশেদ, ইমন, রিফাত, বশির, বাবু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।