স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের মাঝে টুপি বিতরণ

| রবিবার , ১১ আগস্ট, ২০২৪ at ১১:৪৫ পূর্বাহ্ণ

এই দেশটা আপনারআমার, আমাদের সকলের। তাই দেশের সার্বিক পরিস্থিতি সুন্দর ও সুশৃঙ্খল রাখার দায়িত্বটাও আমাদেরই। সেই দায়িত্ববোধের জায়গা থেকে চলমান পরিস্থিতিতে মানবিক কার্যক্রমে সাড়া প্রদানে গত ৮১০ আগস্ট স্বেচ্ছাসেবী ও ছাত্র সমাজের মাঝে টুপি বিতরণ করা হয়। ট্রাফিক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা প্রদান করার লক্ষ্যে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক, সদস্যগণ ও লিও ক্লাব অব চিটাগাং ক্যামব্রিয়ানের সীমান্ত বড়ুয়া, সিরাত আমরি, মিফতাহুল জান্নাত, সাইহাম, স্বেচ্ছাসেবকগণ এ কে খান গুরুত্বপূর্ণ মোড়ে নিরাপত্তায় কাজ করছে। তাদের সার্বিক সহযোগিতা করছে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় জামায়াত
পরবর্তী নিবন্ধ৫ দিন পর খাগড়াছড়ি সদর মডেল থানার আংশিক কার্যক্রম শুরু