এই দেশটা আপনার–আমার, আমাদের সকলের। তাই দেশের সার্বিক পরিস্থিতি সুন্দর ও সুশৃঙ্খল রাখার দায়িত্বটাও আমাদেরই। সেই দায়িত্ববোধের জায়গা থেকে চলমান পরিস্থিতিতে মানবিক কার্যক্রমে সাড়া প্রদানে গত ৮–১০ আগস্ট স্বেচ্ছাসেবী ও ছাত্র সমাজের মাঝে টুপি বিতরণ করা হয়। ট্রাফিক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা প্রদান করার লক্ষ্যে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক, সদস্যগণ ও লিও ক্লাব অব চিটাগাং ক্যামব্রিয়ানের সীমান্ত বড়ুয়া, সিরাত আমরি, মিফতাহুল জান্নাত, সাইহাম, স্বেচ্ছাসেবকগণ এ কে খান গুরুত্বপূর্ণ মোড়ে নিরাপত্তায় কাজ করছে। তাদের সার্বিক সহযোগিতা করছে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টার। প্রেস বিজ্ঞপ্তি।