স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে

ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণে নওফেল

| সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ৭:২১ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আলোকবর্তিকা, দেশের স্থিতিশীলতা আর উন্নয়নের প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবসান হয়েছে বিচারহীনতার সংস্কৃতির। অন্ধকার থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে। মানুষের সেবায় মানুষের বিপদে সবার আগে এগিয়ে এসে বৈষম্যহীন সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির নওফেল উপরোক্ত কথা বলেন। নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, আ্যাডভোকেট তসলিম উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, মিনহাজুল আবেদীন সায়েম, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, আবদুর রশিদ লোকমান, সাইফুদ্দিন, আব্দুল্লাহ্‌ আল মামুন, দেবাশীষ আচার্য্য, তোসাদ্দেক নূর চৌধুরী তপু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফিনটেক বাস্তবায়নে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে : ড. সেলিম
পরবর্তী নিবন্ধটিপ পরায় উত্ত্যক্ত : সেই পুলিশ কনস্টেবল হেফাজতে