স্বেচ্ছাসেবক লীগ নেতাকে খুনের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

কর্ণফুলীর চরপাথরঘাটা

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১৮ জুন, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটায় স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মো. রমজান আলীকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার। গতকাল শুক্রবার বিকালে সিএমপির কর্ণফুলী থানায় মামলাটি দায়ের করেন নিহত রমজানের ভাই মোহাম্মদ আলমগীর। এতে শহিদুল ইসলাম নামে একজনকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ।

মামলার আসামিরা হলেন চরপাথরঘাটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ ইছানগর গ্রামের শহিদুল ইসলাম, মোহাম্মদ খোরশেদ, মো. রাশেদ, আবুল কালাম, আরিফুল ইসলাম দুখু। এছাড়া প্রধান আসামির পিতা শফিউল আলম ও বিজয়সহ অজ্ঞাত আরো ৪/৫ জন। এদিকে গতকাল বাদে আছর চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের ভাসুর গোষ্ঠী এলাকায় নিহত রমজান আলীর নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মামলার বাদি আলমগীর বলেন, আমার ভাইয়ের হত্যার বিচার চেয়ে থানায় মামলা দায়ের করেছি। তাতে ৭ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে কয়েকজনকে।

জানা যায়, গত ১৫ জুন উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের স্থানীয় এক মেম্বারকে ভোট দেওয়া নেওয়া নিয়ে রমজানের সাথে অভিযুক্ত কয়েকজনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রমজানকে ধাওয়া দিয়ে ছুরিকাঘাত করেন উল্লেখিত আসামিরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, রমজান খুনের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভেঙে পড়ল আওয়ামী লীগের অফিসের রেলিংয়ের একাংশ
পরবর্তী নিবন্ধসংগীতের জাতীয় উৎসব ও সম্মেলনে বর্ণাঢ্য আয়োজন