স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা

| শনিবার , ৫ জুন, ২০২১ at ৭:১১ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভার্চুয়াল সম্মেলন আগামী ১৯ জুন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা গত ৩১ মে সন্ধ্যায় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিনের সভাপতিত্বে দারুল ফজল মার্কেটের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে দপ্তর উপ পরিষদের সদস্য সুব্রত দেব নাথের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক কেবিএম শাহজাহান, সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা উপপরিষদের আহ্বায়ক সাদেক হোসেন পাপ্পু, দপ্তর উপ-পরিষদের আহবায়ক নুরুল কবির। সভায় ১৩টি উপ পরিষদর আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।
সভায় আগামী দুই দিনের মধ্যে সকল উপ পরিষদের প্রস্তুতির কর্মপরিকল্পনা ও বাজেট পেশ এবং সকলকে ঐক্যবদ্ধভাবে সম্মেলন সফল করার অনুরোধ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় অবৈধ করাতকল সীলগালা, ২শ ঘনফুট কাঠ জব্দ
পরবর্তী নিবন্ধএতিমরা পেল রঙ্গিন ঘুড়ি ফাউন্ডেশনের খাবার ও শিক্ষাসামগ্রী