বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপন করা হয়েছে।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উদযাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনের দক্ষিণ জেলা ইউনিটের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিবের পরিচালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি মফিজুর রহমান।
মফিজুর রহমান তার বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগকে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে আখ্যায়িত করে জনগণের দোরগোড়ায় জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রমের সুফল তুলে ধরার আহ্বান জানান। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি এম.এ হাশেম, শাহেদুর রহমান, সেলিম হোসেন, নুরুল আবচার তালুকদার, মিজানুর রহমান সেলিম, আলী আকবর, আবু সাদাত মোহাম্মদ সায়েম, আবু বক্কর, আতাউল করিম, আব্দুল মালেক খান, সোহেল মোহাম্মদ মন্জু, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক কায়েস সরওয়ার সুমন, আব্দুল ওয়াজেদ সিদ্দিকী, অর্থ সম্পাদক ফয়েজ আহমেদ টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রশীদুল আবেদীন চৌধুরী সাজিদ, নাট্য সম্পাদক প্রীযুশ দত্ত, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক নজরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাশেম উদ্দীন প্রমুখ।
রাউজান : রাউজান প্রতিনিধি জানান, সংগঠনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রাউজান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। গতকাল এ উপলক্ষে সংগঠনটি মুন্সিরঘাটাস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এস এম জাহাঙ্গীর আলম সুমন। যুগ্ম আহ্বায়ক শওকত হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌর সভার মেয়র জমির উদ্দিন পারভেজ। প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, আওয়ামী লীগ নেতা জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, তছলিম উদ্দিন, মুছা আলম খাঁন চৌধুরী। বক্তব্য রাখেন আবদুল লতিফ, দিপলু দে দিপু, আলী আজগর, তপন দে, জিয়াউল হক রোকন, ইসহাক ইসলাম, শেখ আখতারুজ্জামান পারভেজ মোহাম্মদ আলমগীর, সবুজ দে বানু, মোস্তাফিজুর রহমান বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, ইমরান হোসাইন ইমু, সাখাওয়াত হোসেন পিবলু প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।











