স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনার নীতি মেনে ৪১ ওয়ার্ডে কমিটি

কর্মশালায় সিটি মেয়র

| বৃহস্পতিবার , ১৬ জুন, ২০২২ at ৯:২৪ পূর্বাহ্ণ

সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে যেমন চিহ্নিত, তেমনি দুর্যোগ মোকাবেলায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী দেশ হিসেবে স্বীকৃত। দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে দেশের এই সফলতার চাবিকাঠি হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনার নীতিমালাসমূহ। চসিক যেকোনো দুর্যোগ মোকাবেলায় অনন্য দায়িত্ব পালন করে আসছে। বিগত করোনা মোকাবেলায় সারা দেশের মধ্যে চসিকের উল্লেখ্যযোগ্য ভূমিকায় কারণে দেশব্যাপী আমাদের কর্মকাণ্ড অনুসরণ করতে বাধ্য হয়েছে। নগরীতে ইতোমধ্যে ৪১টি ওয়ার্ডে নগর স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনার নীতিমালা অনুসরণ করে কমিটি গঠন করা হয়েছে। সেভ দ্যা চিনড্রেন প্রয়াসের সহায়তার নগরীর ৪টি ওয়ার্ডে ঝুঁকি হ্রাসে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
গতকাল নগরীর থিয়েটার ইনস্টিটিউটে নগর দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব ড. নুরুন্নাহার চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান। বক্তব্য রাখেন কাউন্সিলর জহুরুল আলম জসিম, কাউন্সিলর মোবারক আলী, খালেদ মাহমুদ, মোস্তাক হোসেন, প্রকৌশলী ড. তারেক বীন ইউসুফ, নাছিমা বানু, পলাশ কুমার চৌধুরী প্রমুখ।
বিশেষ অতিথি ড. নুরুন্নাহার চৌধুরী বলেন, এ ধরনের কর্মশালা আয়োজন করা আজকের প্রেক্ষাপটে সময়ের দাবি। ঝুঁকি মোকাবেলায় কী ধরনের প্রস্তুতি গ্রহণ করা দরকার এসব বিষয়ে অবগত হওয়ার জন্য কর্মশালার প্রয়োজন রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেয়রের সাথে ভারতীয় ডেপুটি হাই কমিশনারের সৌজন্য সাক্ষাত
পরবর্তী নিবন্ধমানবাধিকার রক্ষায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার