স্বেচ্ছাসেবক দল শুলকবহর ওয়ার্ডের নবগঠিত কমিটির পরিচিতি সভা

| শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১১:৪০ পূর্বাহ্ণ

নগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেল বলেন, বর্তমানে বাংলাদেশে এখনো গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ফেসিস্টবিহীন বাংলাদেশে গণতন্ত্রকে ধংস করার যে প্রকাশ্যে ও গোপনে ষড়ষন্ত্র চলছে তা মোকাবেলায় জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট। তিনি স্বেচ্ছাসেবক দল শুলকবহর ওয়ার্ডের নবগঠিত কমিটির পরিচিতি ও সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শুলকবহর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শাহজী চিশতি চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. বেলালের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পাঁচলাইশ থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক শফিউল আলম শফি।

বিশেষ অতিথি ছিলেন নগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. কামাল উদ্দীন ও পাঁচলাইশ থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নরুল কবির পলাশ। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. কাদের, জহিরুল ইসলাম জনি, সৌমেন বড়ুয়া শুভ, মো. বকুল, শেখ মেহদী হাসান, মো. আবুল কাসেম, মো. আলমগীর, মো. সাদ্দাম, মো. নাছির, মো. সাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম ইমন, এমরান উদ্দিন জাবেদ, মো. হোসেন মাসুম, মো. শাহাদাৎ হোসেন রাসেল, মো. রুবেল হাসান, মো. আতিকুল ইসলাম আরমান মালেক, মো. সামছু, শেখ আফ্রিদি, মো. সোহেল, মো. ফয়েজ ও মো. মোশারফ প্রমুখ। বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সভা
পরবর্তী নিবন্ধসিঙ্গার বাংলাদেশের নতুন মাইলফলক অর্জন