স্বেচ্ছাসেবক দল নেতা এরশাদকে বহিস্কার

আজাদী প্রতিবেদন | রবিবার , ৮ ডিসেম্বর, ২০২৪ at ৬:৪৬ পূর্বাহ্ণ

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার সদস্য (যুগ্মসাধারণ সম্পাদক পদমর্যাদা) আনোয়ার হোসেন এরশাদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

গতকাল সংগঠনের দপ্তর সম্পাদক কাজী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে দলের নেতাকর্মীদের বহিষ্কৃত আনোয়ারের সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

পূর্ববর্তী নিবন্ধভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ভুয়া : প্রধান উপদেষ্টার দপ্তর
পরবর্তী নিবন্ধ১৪ বছর পর নির্বাচন, সাত দিনেও প্রকাশ হয়নি ফল