বাগেরহাটে প্রতিপক্ষের গুলিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভুঁইয়া নিহত হয়েছেন। বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়ক পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। নিহত নুরে আলম তানু ভুঁইয়া (৩৫) বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় প্রয়াত আব্দুর রব ভুঁইয়ার ছেলে। তিনি জেলা ছাত্রদলেরও সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। খবর বিডিনিউজের।
তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মাদক, বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তানু ভুঁইয়ার বোন লোপা বলেন, রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে বগা ক্লিনিকের দিকে যায় আমার ভাই তানু। কিছুক্ষণ পরেই পরপর চারটা গুলির শব্দ পাই। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা আমার ভাইকে মৃত ঘোষণা করেন। তাদের পরিবারের রাজনৈতিক প্রতিপক্ষরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে লোপার অভিযোগ। একই এলাকার ‘টুটুল শেখের ছেলে ফরিদের (২৯)’ গুলিতে তানু নিহত হয়েছেন উল্লখ করে পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, ফরিদকে ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে। ফরিদের নামে হত্যাসহ বিভিন্ন অপরাধে পাঁচটি মামলা রয়েছে।