স্বেচ্ছাসেবক দল দোহাজারী ও সাতকানিয়া পৌরসভার কর্মী সম্মেলন

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:২৪ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতকানিয়া ও দোহাজারী পৌরসভার কর্মী সম্মেলন গত ১১ সেপ্টেম্বর দোহাজারী পৌরসভাস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী মানিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ওয়াহিদুর রহমান বানি। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক জেড আই কামাল।

বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরী, আব্দুস সবুর, মাসুদ সিকদার, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, আলী আজগর, আলী আকবর মিনাজ, সরোয়ার উদ্দিন, জয়নাল আবেদীন সোহেল, এস এম রিয়াজ, আবু সাঈদ রাসেল, আব্দুল মান্নান হৃদয়, মোহাম্মদ হিরু, আব্দুল্লাহ ফয়সাল জিকু, ইলিয়াস সানি, মোহাম্মদ সাদেক হোসেন, আমিনুল ইসলাম, মোহাম্মদ মোমেন, রহিম উদ্দিন, মোহাম্মদ ফয়েজ, মেহাম্মদ তারেক, আয়ুব আহম্মেদ, ইফতিকার নুর ইফতু, তৌহিদুল ইসলাম, সাজ্জাদ, মানিক, বাদশা, হিরু, জনি প্রমুখ। বক্তারা বলেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট করতে এখনো দেশবিরোধী শক্তি অপতৎপরতায় চালিয়ে যাচ্ছে। এসকল অপশক্তিকে রুখতে স্বেচ্ছাসেবকদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পূর্ববর্তী নিবন্ধআলহাজ মুহাম্মদ মহসিন : কর্মবীর আশেকে রসূল
পরবর্তী নিবন্ধচক্রান্ত ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না