স্বেচ্ছাসেবক দলের বৈঠকে ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ৮

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ মে, ২০২২ at ৫:৫৯ পূর্বাহ্ণ

নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীর উপর হামলা হয়েছে। গতকাল বুধবার রাত সোয়া ৯টার দিকে নগরীর জিইসি মোড়স্থ একটি রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে। এতে আটজন আহত হন। ছাত্রলীগ কর্মীরা এ হামলা চালায় বলে দাবি করেছেন হামলার শিকার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আহতরা হচ্ছেন- নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রুবেল, খুলশী থানার আহ্বায়ক রায়হান আলম, সদস্য সচিব বিল্লাল হোসেন বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ইমন এবং বায়েজিদ থানার সদস্য সোহাগ গাজী ও রুবেল। নগরীর একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা। তবে জমির উদ্দিন নাহিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার শিকার বেলায়েত হোসেন বুলু দৈনিক আজাদীকে বলেন, আমরা রেস্টুরেন্টে বসেছিলাম। অতর্কিতভাবে ছাত্রলীগের ১৫/২০ জন এসে আমাদের উপর হামলা করেছে। তাদের হাতে লাঠিসোটা ছিল। রেস্টুরেন্টের গ্লাস দিয়ে আমাদের ছেলেদের মাথায় আঘাত করেছে। কী জন্য রেস্টুরেন্টে বসেছেন জানতে চাইলে বলেন, নাস্তা করতে বসেছি। আগামী ২ জুন খুলশীতে আমাদের প্রোগ্রাম আছে। সেটা নিয়ে টুকটাক কথা হচ্ছিল। নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ খান বলেন, ছাত্রলীগ জঙ্গি স্টাইলে হামলা করেছে। সামান্য নাশতা করতে গিয়েও রক্ষা মিলছে না।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে নগর ছাত্রলীগের এক নেতা বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা গোপন মিটিং করছিল। তারা দলীয় কার্যালয়ে না করে রেস্টুরেন্টে কেন মিটিং করছে। তার মানে গোপন কোনো উদ্দেশ্য আছে। এটা জানতে পেরে এমইএস কলেজ ছাত্রলীগের কিছু ছোট ভাই তাদের ধাওয়া দেয়। মারধর করেনি।

পূর্ববর্তী নিবন্ধ৩ হাজার কোটি টাকার বেশি শুল্ক বকেয়া পেট্রোবাংলার
পরবর্তী নিবন্ধটানা দ্বিতীয়বার ৫০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের মাইলফলক