স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চন্দনাইশ ও মীরসরাইয়ে র‌্যালি

| শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১১:২৩ পূর্বাহ্ণ

চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেলে গাছবাড়িয়া কলেজ গেইট থেকে র‌্যালি শুরু হয়ে চট্টগ্রামকক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে গাছবাড়িয়া সরকারী কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার। চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ মোনায়েম খানের সভাপতিত্বে ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ইখতিয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আসাদুল ইসলাম, মোহাম্মদ মিজান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সেলিম উদ্দীন, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ হাসেম, হাসান মুরাদ, আলী আজগর, সরোয়ার উদ্দিন, রহিম উদ্দিন, মোঃ হাসান, জয়নাল আবেদিন সোহেল, আমিনুল ইসলাম, আবু ইউসুফ, এবিএম রহিম, আবু তৈয়ব রিপন, আব্দুল মান্নান, মোহাম্মদ রহিম উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দূর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর গৌরবের সাথে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দেশের প্রত্যন্ত অঞ্চলে অসহায় মানুষকে সেবা দিয়ে আসছে। বর্তমানে স্বেচ্ছাসেবক দল দেশের বিশাল সংগঠনে পরিণত হয়েছে।

মীরসরাই : মীরসরাই প্রতিনিধি জানান, স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মীরসরাইয়ে বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা, বারইয়ারহাট ও মীরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালির শেষ পর্যায়ে বিএনপির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে এবং মীরসরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহেদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম চেয়ারম্যান, শাহীনুল ইসলাম স্বপন, মেজবাহ উদ্দিন মানিক, মহিউদ্দিন, যুবদল নেতা কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফোরকান উদ্দিন, মীরসরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন তুহিন, সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ ও উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধগহিরা এজেওয়াই এমএস বহুমুখী বিদ্যালয়ের বিরাশিয়ান বন্ধুদের মিলনমেলা
পরবর্তী নিবন্ধন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি