চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের দেড়’শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ২০ জনের নামোল্লেখ ও ১৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কোতোয়ালী থানার এসআই সাদ্দাম হোসেন বাদী হয়ে গত বুধবার রাতে মামলাটি করেন। বুধবার বিকেলে নগরীর কাজীর দেউড়ি এলাকায় পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
সংঘর্ষে চার পুলিশসহ অন্তত ২৫ জন আহত হন। পুলিশ বলেছে, অনুমতি ছাড়াই নগরীর কাজীর দেউড়ি নাসিমন ভবনে বিএনপির কার্যালয় চত্বরে সমাবেশ শুরু করেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় তারা মিছিল নিয়ে সড়কে বের হওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। হঠাৎ অতর্কিতভাবে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে শুরু করে দলটির নেতাকর্মীরা। ওই সময় কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটানো হলে চার পুলিশ সদস্য আহত হন বলেও দাবি পুলিশের।
ককটেল বিস্ফোরণসহ পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দাবি করেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। তখন হঠাৎ পুলিশ আমাদের বাধা দেয়। এতে কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হন। তারা নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও দাবি করেন তিনি।