চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেছেন, মানবিক সমাজ গঠনে পরনিন্দা ও প্রতিহিংসামূলক মনোভাব পরিহার করে সমাজকর্মীদের একযোগে কাজ করতে হবে। সামাজিক সংগঠনে স্বেচ্ছাসেবকরাই প্রধান শক্তি। সকল দুর্যোগে আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে এসে তারাই মানুষের কল্যাণে নিয়োজিত হয়। গতকাল শনিবার সকালে আর এম এডুকেশস ফাউন্ডেশনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগ্রাবাদ এঙেস রোডের ফুড থিয়েটার রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি এম মেহেদী হাসান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন ওব্যাট হেল্পার্স’র কান্ট্রি ম্যানেজার সোহেল আক্তার খান, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, আরএমইএফ’র উপদেষ্টা গিয়াস উদ্দিন, জালাল মিয়া, এম এ ফারুক, এম এ জলিল, মঞ্জুর আহমদ ও এইচ এম ওসমান গণি চৌধুরী। উপস্থিত ছিলেন ফরিদ উদ্দীন, আলাউল কায়সার ইমন, মো. মোস্তাক রায়হান, আব্বাস আদনান, জে আর চৌধুরী বাবু, আব্দুল্লাহ আল মামুন, মো. সালাহ উদ্দীন সরকার, মো. মাইন উদ্দিন, এমএন ইসলাম রানা, আব্দুর রহিম চৌধুরী, মাসুদ পারভেজ, ফারুক আহাম্মদ প্রমুখ।
শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখার জন্য ডা. বিদ্যুৎ বড়ুয়া এবং মানবিক কার্যক্রমের জন্য ১৮টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












