স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন চমেক অধ্যক্ষ ডা. সাহেনা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৪:৪১ পূর্বাহ্ণ

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার। চলতি ২০২২২০২৩ অর্থবছরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠান প্রধানদের মাঝে তিনি এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। মহাপরিচালক অধ্যাপক টিটো মিঞা কর্তৃক গত ৯ জুলাই স্বাক্ষরিত এক অফিস আদেশে অধিদপ্তরের আওতাধীন মোট চারজনকে শুদ্ধাচার পুরস্কার প্রদানের তথ্য জানায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। চমেক অধ্যক্ষ ছাড়াও (গ্রেড ২ হতে গ্রেড ৯) এ পুরস্কার পাচ্ছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোস্তফা খালেদ আহমদ। আর কর্মচারীদের মধ্যে ২ জন এ পুরস্কার পাচ্ছেন।

উল্লেখ্য, জাতীয় শুদ্ধাচার পুরস্কার জয়ীদের পুরস্কার হিসেবে এক মাসের মূল বেতনের সমপরিমান অর্থ, সনদ ও একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়ে থাকে।

পূর্ববর্তী নিবন্ধমহিমের কষ্ট বাবার কবরের পাশে দাঁড়াতে না পারার
পরবর্তী নিবন্ধবিদ্যুৎ নিয়ে অভিযোগ জানাতে হটলাইন ১৬৯৯৯