স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ডিজেবিলিটি কেয়ার পরিদর্শন

| মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ১১:৪৩ পূর্বাহ্ণ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান লায়ন্স ডিজেবিলিটি কেয়ার (এলডিসি) পরিদর্শন করেছেন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ইউনাইটেড পারপাস’র সাথে যৌথভাবে কাজ করার উদ্দেশ্য একত্র হওয়ার কারনে ক্লাবফুট/ ডিজেবেল্ড শিশুদের চিকিৎসা কার্যক্রম এবং পুনর্বাসনসেবা পরিদর্শন করার উদ্দেশ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। গত ১৩ জানুয়ারি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য বিভাগের ডিজি ড. মো. এনামুল হক, ডিরেক্টর এডমিন মো. শওকত হোসেন খান, ডিভিশনাল ডিরেক্টর ডা. মো. কামরুল আজাদ, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম, সহকারী প্রবীর মিত্র এবং অন্যান্য কর্মকর্তাগণ। জন্মগত পায়ের পাতা বাঁকা, ঠোঁটকাটা তালুকাটা, বিকলাঙ্গ বাচ্চাদের চিকিৎসা কার্যক্রম তদারকি করতে কর্মকর্তাগণ এলডিসি’র চিকিৎসা সেবা কার্যক্রম দেখার পাশাপাশি রোগী ও অভিভাবকদের সাথেও কথা বলেন। এ সময় কর্মকর্তাগণ লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের সেবায় সন্তোষ প্রকাশ করে প্রয়োজনে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরিদর্শনকালে লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের পক্ষে উপস্থিত ছিলেন এমডি লায়ন ডা. মো. ফরহাদুল হক, ডিরেক্টর লায়ন কাজী আলী আকবর জাসেদ, লায়ন মো. জাফর উদ্দিন, ফিজিওথেরাপিস্ট মো. গোলাম রফিক ও এলডিসি স্টাফবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাব্রতী মাওলানা আফজল আহমদ স্মরণসভা আজ
পরবর্তী নিবন্ধপেকুয়া জিএমসি এলামনাই এসোসিয়েশন ও পার্কভিউ হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক