চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মেডিকেল সেন্টারে করোনার টিকা দেয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়ের একটি বৈঠকে চবির জন্য ৪৮ হাজার টিকার চাহিদার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান আজাদীকে বলেন, আজ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষামন্ত্রী উপাচার্যদের সঙ্গে একটি বৈঠক করেছেন। বৈঠকে দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দিতে স্ব স্ব ক্যাম্পাসে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করে টিকা দেওয়ার দাবি জানিয়েছেন উপাচার্যরা। এসময় চবি উপাচার্য ৪৮ হাজার টিকার চাহিদা জানিয়েছেন। এ নিয়ে শীঘ্রই লিখিতভাবে স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন জায়গায় চিঠি দেয়া হবে।
তিনি বলেন, আমরা অনলাইন জরিপে যে তথ্য পেয়েছি তা হলো বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩১% শিক্ষার্থী টিকার দুই ডোজ পেয়েছে। অনেকে এক ডোজ পেয়েছে। শিক্ষক-কর্মকর্তাদের প্রায় অনেকেই টিকার আওতাভুক্ত হয়েছেন। কিন্তু কর্মচারীরা বেশির ভাগই টিকা পাননি। সব মিলিয়ে দুই ডোজ হিসেব করে আমরা একটা চাহিদা দিয়েছি।
তিনি আরও বলেন, টিকা আসলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এই টিকা দেয়া হবে। শতভাগ টিকা নিশ্চিত হলেই স্বাভাবিক একাডেমি কার্যক্রমে ফিরতে পারবে শিক্ষার্থীরা। এর আগে হল কিংবা শাটল চালু হবে না৷
প্রায় ১৮ মাস পর সরাসরি শিক্ষা কার্যক্রম চাল হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। ইতোমধ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোও খোলার তোড়জোড় শুরু হয়েছে। সব ক্যাম্পাসে চলছে খোলার প্রস্তুতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও প্রস্তুতি লক্ষ্য করা গেছে।