স্বাস্থ্য বিষয়ে সচেতনতার উপর গুরুত্বারোপ

বিশ্ব স্বাস্থ্য দিবসের র‌্যালি ও আলোচনা সভা

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৭:৩৭ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে মা ও শিশুর টিকাদান কার্যক্রম, গর্ভবতী মায়েদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, জরুরি প্রসূতি ও নবজাতক সেবা, জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ পান নিশ্চিত করার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি, ডায়রিয়া বিষয়ক সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ), মেডিকেল অফিসার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, নার্সিং সুপারভাইজার প্রমুখ। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান উন্নয়নে সবাইকে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানানো হয় ।

হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার। বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আকতার বিল্লাহসহ মেডিকেল অফিসার ও সিনিয়র স্টাফ নার্সবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিমান বন্দরে হজ্বযাত্রীদের হয়রানি না করার আহ্বান
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু