ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসার নামে যৌন নিপীড়নের অভিযোগে মো. রাশেদ (৩৪) নামে একজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন আজাদীকে বলেন, কাজীর দেউড়ি ২নং গলিস্থ প্রফেসর মান্নান কলোনীর ভেতর আসামি রাশেদ ভিকটিমের বাসার দরোজা খোলা অবস্থায় দেখে ভেতরে প্রবেশ করে নিজেকে স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার বলে পরিচয় দেন। এরপর ভিকটিমকে তার ছেলে-মেয়ে কতজন, বয়স কত জানতে চান। এসব কথাবার্তার ফাঁকে থার্মোমিটার বের করে তিনি ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার কথা বলে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেওয়ার চেষ্টা করেন। এসময় ভিকটিম আসামিকে নিষেধ করা সত্ত্বেও আসামি জোরপূর্বক তার শ্লীলতাহানির চেষ্টা করেন। পরবর্তীতে ভিকটিমের স্বামী বাসায় গিয়ে ঘটনার বিস্তারিত শুনে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি কোতোয়ালী থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিস্তারিত শুনে আসামিকে হেফাজতে নেয়। পরে পুলিশ জানতে পারে আসামি ইতঃপূর্বে কাজীর দেউড়ি এলাকায় একাধিক মেয়ের সাথে এ ধরনের ঘটনা ঘটিয়েছেন।