স্বাস্থ্য ও পুষ্টি সেবা কার্যক্রম বিষয়ক কর্মশালা

| বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলার মাঠ পর্যায়ে জুন-২০২১ থেকে জুলাই-২০২২ অর্থ বছরে ‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি সেবা কার্যক্রমের অগ্রগতি মুল্যায়ন ’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা গতকাল বুধবার নগরীর আগ্রাবাদস্থ পরিবার পরিকল্পনা কার্যালয়ে উপ-পরিচালক সুব্রত কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তত্ত্বাবধায়ক মো. দবির উদ্দীনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকার মহাখালীস্থ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মো. সফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকার মহাখালীস্থ কেন্দ্রীয় পণ্যাগারের অতিরিক্ত পরিচালক মো. হুমায়ুন কবীর তালুকদার। উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা চট্টগ্রামের সহকারী পরিচালক বেগম সাহান ওয়াজ, ফখরুল আলম, ডা. ছেহেলী নার্গিস, পিযুষ কান্তি দত্ত।
প্রধান অতিথি পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যের বিভিন্ন বিষয় উপস্থাপন করে লক্ষ্যমাত্রা পূরণের দিক নির্দেশনা প্রদান করেন। কর্মশালায় চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার সহকারী সার্জন, মেডিকেল অফিসার, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
আজ বৃহস্পতিবার ২য় দিনের মনিটরিং কর্মশালা অনুষ্ঠিত হবে। সভাপতির বক্তব্যে পরিবার পরিকল্পনা চট্টগ্রাম কার্যালয়ে উপ-পরিচালক সুব্রত কুমার চৌধুরী লক্ষ্যমাত্রা অর্জনে সূচকের পাশাপাশি চট্টগ্রাম জেলার অগ্রগতি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেন এবং পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপাকিস্তান ক্রিকেট দলকে ফেরৎ পাঠানো উচিৎ : তথ্য প্রতিমন্ত্রী