প্রাথমিক অনুসন্ধান শেষে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদেরকে ২১ কর্মদিবসের মধ্যে এ বিষয়ক তথ্য দিতে বলা হয়েছে। পৃথকভাবে তাদের কাছে সম্পদ বিবরণী দাখিলের জন্য গত বৃহস্পতিবার নোটিশ পাঠানোর তথ্য দিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি তিনি। খবর বিডিনিউজের।
সাবেক দুই পিও এর সম্পদের হিসাব চাওয়ার বিষয়ে কমিশনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, দায়িত্ব পালনকালে অনিয়ম ও অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান শেষে এই নোটিশ পাঠানো হয়েছে। সম্পদ বিবরণী জমা পড়ার পর তা যাচাই–বাছাইয়ের জন্য পৃথক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে। তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানের বিরুদ্ধে অভিযোগ–তারা চিকিৎসক বদলি, দরপত্র প্রভাবিত করা এবং প্রশাসনিক ‘তদবিরের মাধ্যমে বিপুল সম্পদ’ অর্জন করেছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান শেষের তথ্য দিয়ে তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানকে দেওয়া পৃথক নোটিশে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের ‘স্থির বিশ্বাস’ তারা ‘জ্ঞাত আয়ের বহির্ভূত’ স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। সেহেতু দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫ নং আইন) এর ধারা ২৬ এর উপ–ধারা (১) দ্বারা অর্পিত ক্ষমতাবলে আপনি আপনার নিজের, আপনার স্ত্রী এবং আপনার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়–দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত বিবরণী অত্র আদেশ প্রাপ্তির ২১ (একুশ) কার্যদিবসের মধ্যে এতসঙ্গে প্রেরিত ছকে দাখিল করিতে নির্দেশ দেওয়া যাইতেছে।












