স্বাস্থ্য অধিদপ্তরে অক্সিজেন সরঞ্জাম দিল ইউনিলিভার বাংলাদেশ

| বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১২:২৯ অপরাহ্ণ

কোভিড-১৯ মহামারিকালে দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের গৃহীত কার্যক্রমকে আরো জোরাল করতে স্বাস্থ্য অধিদপ্তরে উল্লেখযোগ্য সংখ্যক অক্সিজেন কন্সেনট্রেটর অনুদান দিয়েছে দেশের অন্যতম বৃহত্তম নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদনকারী কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এই অনুদান কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ইউবিএলের দায়বদ্ধতার অংশ। বর্তমান করোনা পরিস্থিতিতে ১০০টি অক্সিজেন কন্সেনট্রেটর প্রদানের উদ্যোগ নিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। সাধারণত ফুসফুসের দীর্ঘস্থায়ী সমস্যা ও শ্বাসযন্ত্রের রোগের চিকিৎসায় অঙিজেন কন্সেনট্রেটর ব্যবহার করা হয়ে থাকে। বরাদ্দকৃত এই স্বাস্থ্য সরঞ্জামগুলো স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে পরামর্শ সাপেক্ষে দেশের ৮টি বিভাগের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে। গতকাল বুধবার অক্সিজেন কন্সেনট্রেটরগুলো স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) মহাপরিচালক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলমের কাছে হস্তান্তর করেন ইউবিএলের হেড-কর্পোরেট অ্যাফেয়ার্স, শামীমা আক্তার। এ সময় সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা. নাসিমা সুলতানা, হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালক ডা. মো. ফরিদ হোসেন মিঞা ও ইউবিএলের পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশন্স ম্যানেজার গাজী তৌহিদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে ইউবিএলের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর জাভেদ আখতার বলেন, যেকোনো উপায়ে দেশকে সহায়তা এবং মানুষের জীবন ও জীবিকা রক্ষায় পদক্ষেপ নিতে আমরা বদ্ধপরিকর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঘুমধুমে ১১শ পিস ইয়াবাসহ যুবক আটক
পরবর্তী নিবন্ধস্টিল মিল ও কাঠগড় এলাকায় খাইন বানিয়ে পশু বিক্রি