স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর (এমএনসিএন্ডএএইচ) ডা. মো. শামসুল হক বলেছেন, কোভিড-১৯ পরিস্থিতি সুচারুভাবে মোকাবিলাসহ স্বাস্থ্যসেবার সার্বিক মানোন্নয়নে চট্টগ্রাম বিভাগ সর্বত্র প্রশংসনীয়। বৈশ্বিক মহামারীতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের নেতৃত্বে ডাক্তার-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিয়েছেন বলেই এখানকার পরিস্থিতি ভালো অবস্থানে রয়েছে। আমরা সকলে আন্তরিক থাকলে সরকার স্বাস্থ্যখাতকে আরো অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারবে। নগরীর সিনেমা প্যালেস সংলগ্ন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. নুরুল হায়দার, মেডিকেল অফিসার ডা. ওয়াজেদ চৌধুরী অভি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. ইমং প্রু, এসআইএমও ডা. এফ.এম জাহিদুল ইসলাম, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া প্রমুখ প্রেস বিজ্ঞপ্তি।