চট্টগ্রাম জেলার সিটি কর্পোরেশনের আওতাধীন একটি জনবহুল এবং শিল্প এলাকা আতুরার ডিপো। তবে অত্যন্ত দুঃখের বিষয় অক্সিজেন থেকে আতুরার ডিপো পর্যন্ত এলাকায় স্বাস্থ্যসম্মত কোনো পাবলিক টয়লেট নেই। যার ফলশ্রুতিতে সাধারণ পথচারীরা তাদের প্রয়োজনের সময় রাস্তার ধারে, দেয়ালের গোঁড়ায়, খোলা জায়গায় মল–মূত্র ত্যাগ করে। যা পরিবেশের জন্য ক্ষতিকর। সাধারণ মানুষের যথেষ্ট ভোগান্তি রয়েছে এই সমস্যা নিয়ে। শিল্প এলাকা এবং জনবহুল এলাকা হিসেবে কয়েকটি স্থানে স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেটের ব্যবস্থা করলে পরিবেশের ভারসাম্য ও সৌন্দর্য ঠিক থাকবে। দুর্গন্ধ এবং পরিবেশ দূষণ হ্রাস পাবে। তাই উক্ত এলাকায় কিছু স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট স্থাপন করার জন্য সিটি কর্পোরেশন এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আমিন রাসুল সৌরভ
শিক্ষার্থী,
দ্বাদশ শ্রেণি, চট্টগ্রাম কলেজ।