স্বাস্থ্যসম্মত খাদ্য ঘাটতি পূরণে সরকার সরিষা চাষে গুরুত্ব দিচ্ছে

মাঠ দিবস ও কৃষকদের উদ্বুদ্ধকরণ সমাবেশে বক্তারা

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫৪ পূর্বাহ্ণ

কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বীজ উৎপাদন ব্লক উপলক্ষে মাঠ দিবস ও সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার পটিয়া কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সমাবেশ উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সমপ্রারণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মো. মোফাজ্জল করিম।
প্রধান অতিথি বলেন, মাঝারি উচু জায়গায় সরিষা চাষ করতে হবে। যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। সয়াবিনের চাহিদা পূরণে সরিষা চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সরকার কৃষকদের নানা সুবিধা দিয়ে এ চাষে উদ্বুদ্ধ করছে। ভাল ফলনে সরিষা চাষে উন্নত বীজ ব্যবহার করতে হবে। সুস্বাস্থ্যের জন্য খাঁটি সরিষার তেল ব্যবহার করতে হবে। জমি কমছে, খাদ্যের চাহিদা বাড়ছে, এ লক্ষ্য নিয়েই আমাদের উন্নত কৃষির উপর জোর দিতে হবে। উপজেলা উপ সহকারী কৃষি অফিসার মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. আবদুস সোবহান, জেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ অফিসার মো. কবীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন পটিয়া উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ বুলবুল।

পূর্ববর্তী নিবন্ধফায়জুল ফাউন্ডেশনের স্বাস্থ্য ক্যাম্প
পরবর্তী নিবন্ধমোটরসাইকেল জব্দ লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩