স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলে দেয়ার দাবি

কিন্ডারগার্টেন রক্ষায় সম্মিলিত পরিষদের সভা

| রবিবার , ২৩ মে, ২০২১ at ৮:০২ পূর্বাহ্ণ

স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ জুন স্কুল খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন রক্ষায় সম্মিলিত পরিষদ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল নগরীর মুরাদপুরস্থ একটি হোটেলে চট্টগ্রামের ১০ সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা এ দাবি জানান। এতে নেতৃবৃন্দ বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। শত শত স্কুল আজ বন্ধ হয়ে গেছে। কিন্ডারগার্টেন স্কুলের অনেক শিক্ষক আজ সব কিছু হারিয়ে পথে বসেছে। শিক্ষকরা আজ পেশা পরিবর্তন করতে হয়েছে পেটের জ্বালাই। স্কুল বন্ধের কারনে কোমলমতি ছেলেদের লেখাপড়া এক প্রকার শেষ হয়ে গেছে। দেশের সবকিছু চললেও আজ কিন্ডারগার্টেন স্কুল বন্ধ কেন এর জবাব কে দেবে বলে প্রশ্ন রাখেন নেতারা।
সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের আহবায়ক অধ্যাপক খোরশেদ আলম। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক লায়ন দিদারুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফোরামের সভাপতি এস এম দিদারুল আলম, কেয়ার মহাসচিব নজরুল ইসলাম খান, ন্যাশনাল কিন্ডারগার্টেন ফোরাম বাংলাদেশের চেয়ারম্যান হাসান মুকুল, বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ পরিষদ বাংলাদেশ যুগ্ম আহবায়ক মইনুদ্দিন কাদের লাভলু, শেখ এ. রাজ্জাক রাজু, লুৎফুর রহমান আলম, জিনাত আরা খানম তারা, রাসেদুল আলম মঞ্জু, কাজী সরোয়ার খান মঞ্জু, রফিকুল ইসলাম, আবদুল জলিল, কাজী আবদুর রহমান, মোহাম্মদ আবদুল লতিফ, মোহাম্মদ ছৈয়দুল আজাদ, মোহাম্মদ ইব্রাহীম খলিল জিকু, শামসুল আবেদীন সবুজ, জান্নাতুন রাবেয়া নুসরাত প্রমুখ। সভায় ১০টি সংগঠনের কর্মকর্তাদের নিয়ে ২টি কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকাএভের ঈদ পুর্নমিলনী
পরবর্তী নিবন্ধহালদায় ডিম সংগ্রহকারীদের অনিশ্চিত অপেক্ষা