স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কমিউনিটি সেন্টার চালু রাখার পক্ষে মালিকরা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ এপ্রিল, ২০২১ at ৪:২২ পূর্বাহ্ণ

সরকারি নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সীমিত আয়োজনে কমিউনিটি সেন্টার চালু রাখতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন কমিউনিটি সেন্টার মালিকরা। গতকাল এক বিবৃতিতে কমিউনিটি সেন্টার মালিকরা জানান, আমরা প্রত্যেক কমিউনিটি সেন্টার মালিকেরা সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে কয়েকটি বুকিং নিয়ে ফেলেছি এবং প্রত্যেক পার্টি অনুষ্ঠান আয়োজন করার সকল প্রস্তুতি সম্পন্নও করে ফেলেছেন। তারা মসজিদে ছেলে এবং মেয়ের আক্‌্‌দ সম্পন্ন করে এখন স্বল্প পরিসরে অনুষ্ঠান করার মতো প্রস্তুতি নিয়েছেন। এমতাবস্থায় যদি প্রশাসনের পক্ষ থেকে কমিউনিটি সেন্টার বন্ধ রাখার জন্য নির্দেশনা দেয়া হয় তাহলে পার্টি যেমন ক্ষতির সম্মুখীন হবে, ঠিক তেমনি কমিউনিটি সেন্টার মালিকগণও ক্ষতির সম্মুখীন হবেন। যেমন ঘরভাড়া, ইনকামট্যাঙ, হোল্ডিং ট্যাঙ, ভ্যাট, কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল, ওয়াসা বিল ইত্যাদি পরিশোধ করতে হবে। একেকটি কমিউনিটি সেন্টার দশ হাজার থেকে ত্রিশ হাজার বর্গফুট জায়গার হয়। যেখানে স্বাস্থ্যবিধি
মেনে একশ’ বা দুইশ’ লোকের অনুষ্ঠান করা কোনো ব্যাপার নয়। একটা হোটেলে পাঁচশত ফুট জায়গায় যেখানে একশ’- দুইশ’ লোকের খাওয়ার ব্যবস্থা করা যায় তাহলে একটি কমিউনিটি সেন্টারে বিশাল জায়গায় একশ’- দুইশ’ লোকের খাওয়ার ব্যবস্থা করা কেন যাবে না ? বিবৃতিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে জানান, গত বছর করোনা মহামারীতে অনেক কমিউনিটি সেন্টার এবং কনভেনশন হলে আইসোলেশন এবং কোভিড -১৯ হাসপাতাল করার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় দেয়া হয়েছে। পুরো এক বছরের আর্থিক ক্ষতি এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তার উপর যদি এই মুহূর্তে আবারও কমিউনিটি সেন্টার গুলো বন্ধ করে দেয়া হয় তাহলে এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে না। তাই মানবিক কারণে সরকারি স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে অনুষ্ঠান করার সুযোগ দেয়ার জন্য সমিতির সভাপতি হাজী মোঃ সাহাবউদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন চৌধুরী দুলাল চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রতি আহবান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধফের ফিল্মফেয়ার পুরস্কার পেলেন জয়া আহসান
পরবর্তী নিবন্ধআজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস