স্বাস্থ্যবিধি মেনে বিভিন্নস্থানে প্রতিমা বিসর্জন

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২০ at ১০:৫৯ পূর্বাহ্ণ

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে গতকাল সোমবার। করোনা মহামারীর কারণে সংক্রমণ এড়াতে এবছর ধর্মীয় আচার অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়।
রাউজান : রাউজান প্রতিনিধি জানান, পৌরসদরে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজা শেষ হয়েছে। গতকাল সোমবার উপজেলার ঢেউয়াপাড়া উদযাচল সংসদ সমাপনী দিনে বিজয়া সম্মিলন আয়োজন করে। অপরাজিতা সেবাশ্রম মাঠে এই সম্মিলনীতে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। প্রদীপ শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে, অশোক পালিত, টিপু দে, ধীলন মুহুরী, তপন দে, দিপলু দে দিপু, আবদুল লতিফ, উজ্জ্বল চক্রবর্তী, আবু ছালেক, ফরহাদ ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, মোহাম্মদ আসিফ, নাছির উদ্দিন প্রমূখ। এদিকে রাউজানে ঊনসত্তরপাড়া গ্রামের দুই শতাধিক নারীর মাঝে শাড়ি বিতরণ করেছে ঊনসত্তরপাড়া উত্তরা সংঘ পূজা উদযাপন পরিষদ। এতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন। শিক্ষক সুধীর রঞ্জন বণিকের সভাপতিত্বে ও কাজল কান্তি বণিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সজল চন্দ্র বণিক, শ্যামল বিশ্বাস। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজু চৌধুরী, মাসুদ হোসেন রুবেল। প্রধান অতিথি পরে শাড়ি তুলে দেন।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, উপজেলার ১৪ ইউনিয়ন ১ টি পৌরসভা ও কর্পোরেশনের ১ নং পাহাড়তলী ওয়ার্ডে মোট ১ শ ১৯ টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উৎসব শেষ হয়েছে। গতকাল সোমবার বিজয়া দশমীতে বিসর্জনের মাধ্যমে উৎসব সম্পন্ন হয়। গতকাল সোমবার পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ এম জাকারিয়া। এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন ও পূজা কমিটির নেতৃবৃন্দ। এবার করোনার কারণে কেন্দ্রীয়ভাবে বিসর্জনের আয়োজন করা হয়নি।

বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, উপজেলায় প্রতিমা বিসর্জনের মাধ্যমে শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে। বাঁশখালীতে এবার ৮৪টি সর্বজনীন এবং ১১৫টি ঘটপূজা অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালীর বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন ও বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। এ সময় উপস্থিত ছিলেন বাহারছড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, তপন দাশগুপ্ত, আকতার হোসেন, নীলকন্ঠ দাশ, অ্যাডভোকেট তোফাইল বিন হোছাইন, মো. হামিদ উল্লাহ, প্রদীপ গুহ, উত্তম কারণ প্রমুখ। উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদারের নেতৃত্বে পৃথক টিম প্রতিমা বিসর্জন এবং আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, বিজয়া দশমীতে কাপ্তাই হ্রদে প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে শেষ হলো দুর্গাপূজা। গতকাল সোমবার বিজয়া দশমীতে বাজে বিষাদের করুণ সুর। গতকাল সোমবার কাপ্তাই হ্রদে নিরবে বিসর্জন দেয়া হয়েছে দেবী দুর্গাকে। নিষেধাজ্ঞা আরোপের কারণে পূর্বের বছরগুলোর মত মোটর সাইকেল কিংবা ট্রাক শোভযাত্রা অনুষ্ঠিত হয়নি।
পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, উপজেলার কচুয়াই ইউনিয়নের ১১ পুজামণ্ডপে ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক অনুদান দিয়েছেন পরিষদের চেয়ারম্যান এসএম ইনজামুল হক জসিম। গত রবিবার শারদীয় দুর্গাপূজা চলাকালীন বিভিন্ন পূজামণ্ডপে তিনি নগদ এ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মো. ইসমাইল, আবদুল মান্নান, কামাল উদ্দিন মেম্বার, সাইফুল ইসলাম, সুনীল দাশ, নাজিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মো. হাসেম, নাছির উদ্দিন, ইউপি মেম্বার সেলিনা আকতার, আবু বক্কর, মো. পেয়ারু, এম মঞ্জু, মো শাহজাহান, এসএম ফারুক প্রমুখ।
আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, শারদীয় দুর্গাপূজার মহানবমীতে গত রবিবার রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে নগদ আর্থিক সহায়তা দিয়েছন আনোয়ার হোসেন কন্ট্রাক্টর। বৈরাগের দক্ষিণ বন্দর হিন্দু পাড়া, জেলে পাড়া ও উত্তর গুয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয় পূজা মণ্ডপসহ ৬ টি পূজা মণ্ডপ পরিদর্শন করে তিনি পূজার্থীদের কাছে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। এসময় উপসি’ত ছিলেন, কল্লোল সেন, আবদুল মান্নান, মো. সবুর, এস এম মুজিবুর রহমান, রুপেশ, সৈকত, জয় প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচসিককে ১৯ লাখ টাকা পৌরকর দিল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে সন্ত্রাসী হামলায় যুবক আহত