করোনায় সৃষ্ট সংকট মোকাবিলায় মনোবল, সাহস ও দৃঢ়তার সাথে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা পালনের আহবান জানিয়েছেন মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, করোনার ঢেউ মোকাবেলায় লকডাউন কঠোরভাবে পালন করতে হবে। গতকাল ত্রাণ বিতরণ কর্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড, ১৯নং দক্ষিণ বাকলিয় ওয়ার্ড ও ৪৩নং সাংগঠনিক ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেন। উত্তর হালিশহরে ত্রাণ বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কাউন্সিলর মো. ইলিয়াছ। এছাড়া বাকলিয়া ও সাংগঠনিক ওয়ার্ড কর্মসূচিতে কাউন্সিলর মো. নুরুল আলম সভাপতিত্ব করেন। তিনি বলেন, চিন্তা ও কর্মের সমন্বয় না থাকায় চট্টগ্রামকে আন্তর্জাতিক মানের আধুনিক ও যুগোপযোগী নগরী হিসেবে সাজাতে ব্যর্থ হচ্ছি। দল-মত নির্বিশেষে অভিন্ন প্লাটফর্ম তৈরি করে চট্টগ্রামকে আধুনিক নগরীতে রূপান্তর করতে চাই। তিনি চসিকের আয় বৃদ্ধিতে নানামুখি প্রকল্প গ্রহণ করার উপর গুরুত্বারোপ করেন। মেয়র বলেন, এবার পবিত্র রমজান মাসে নামাজ-রোজা এবাদত বন্দেগীর মাধ্যমে আত্মশুদ্ধির পাশাপাশি মানবিক কর্তব্য পালন করতে হবে। করোনার ছোবলে দারিদ্র ও প্রান্তিক শ্রেণির মানুষের জন্য প্রতি পরিবারে আড়াই হাজার টাকা করে ৩৬ লাখ পরিবারকে বরাদ্দ দেয়া হয়েছে। যদিও তা যথেষ্ট নয়, তাই যে কোনো সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি বিত্তবানদের ভূমিকা রয়েছে।
হালিশহরে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দীন, ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর হুরে আরা বেগম, ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক নাজিমুল ইসলাম মজুমদার। দক্ষিণ বাকলিয়ায় বক্তব্য রাখেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহিন আকতার রোজী, আওয়ামী লীগ নেতা শফিউল আজম বাহার, জানে আলম, বখতেয়ার ফারুক। সাংগঠনিক ওয়ার্ডে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দীন, ওয়ার্ড কমিটির সভাপতি হাজী রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. মালেক, মো. শেখ ফরিদ।