বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক এম জসিম উদ্দীন রানা, সদস্যসচিব উজ্জ্বল বিশ্বাস গতকাল সোমবার এক বিবৃতিতে বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক সহিংসতাসহ বিভিন্ন কারণে-অকারণে সর্বপ্রথম নির্যাতন-নিপীড়ন, হয়রানির স্বীকার হতে হয় সড়ক পরিবহন শ্রমিকদের। বৈশ্বিক মহামারীর প্রথম ধাপ থেকে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের অন্যতম চালিকাশক্তি গণপরিবহনের শ্রমিকরা। বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্যভুক্ত শ্রমিক সংগঠনের পক্ষে কর্মহীন শ্রমিকদের খাদ্য সহায়তা ও আর্থিক প্রণোদনা এবং অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন প্রদান দাবি করেও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে। স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করার দাবি জানায় বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। প্রেস বিজ্ঞপ্তি।