স্বাস্থ্যবিধি মেনে কাঁচাবাজার পরিচালনা করার আহ্বান জানিয়েছেন ৪০নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক কোম্পানি। গত সোমবার বাজার মনিটরিংয়ে গিয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, বেপজা কর্তৃপক্ষের উদ্যোগে আধুনিক বহুতল ভবন নির্মাণের জন্য স্টিলমিল কাঁচাবাজার উচ্ছেদের কথা থাকলেও বাজার কমিটির আবেদনের প্রেক্ষিতে বেপজার জিএম মেজর (অব.) রেজাউল রহমান বিশ্বাসের হস্তক্ষেপে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের দুই মাস সময় দেওয়া হয়েছে। যাতে তারা বাজার থেকে বাকী টাকা ও লেনদেন পরিশোধের সুযোগ পায়। এ জন্য তিনি বেপজা কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এছাড়া করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে কাঁচাবাজার পরিচালনা করার জন্য কাউন্সিলর বারেক সবার প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ৪০নং ওয়ার্ড আওয়ীমী লীগের সাবেক সভাপতি হাজী শাহাদাত হাসান, ওয়াহিদ হাসান, নজরুল ইসলাম মিন্টু, সাইফুদ্দিন, মো. বেলাল, মো. ফাহাদ, নুরুল আফসার, জয়নাল আবেদীন। উপস্থিত ছিলেন সাইফুদ্দিন, মাবুদ, জসিম, মো. আলী, মহিবুল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।